image

বগুড়ায় টিকটক করায় স্বামীর হাতে স্ত্রী খুন

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, বগুড়া

টিকটক ভিডিও কন্টেন্ট করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধে বগুড়ায় স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী মারুফা নামে এক গৃহবধু। স্ত্রীকে খুন করে স্বামী সেফটিক ট্যাংকের ভিতর লাশ লুকিয়ে রাখে। ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য অন্যের সঙ্গে স্ত্রী পালিয়ে গেছে বলে থানায় অভিযোগ করেছিল স্বামী মুকুল মিয়া। তবে তার সে চেস্টা ব্যর্থ হয়ে সত্য বেড়িয়ে আসে। ডিবি পুলিশের তৎপরতায় ঘটনার ৫ দিন পর প্রকৃত ঘটনা বেড়িয়ে আসে। গত বৃহস্পতিবার রাতে ঘাতক স্বামী মুকুল মিয়াকে পুলিশ গ্রেপ্তার ও সেফিটিক ট্যাংক থেকে গৃহবধু মারুফার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, বগুড়ার লাহেড়িপাড়া ইউনিয়নের নন্দীপাড়ার প্রবাসী মাহফুজারের মেয়ে মারুফার সঙ্গে প্রায় ৮ বছর আগে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নুড়ইল গ্রামের মুকুল মিয়ার বিয়ে হয়। তাদের ৭ বছরের একটি মেয়ে রয়েছে। মারুফার টিকটক কন্টেন্ট করার ঝোঁক ছিল। এটি তার স্বামী পছন্দ করতো না। এ নিয়ে বিরোধে ১ বছর আগে স্ত্রীকে তালাক দেয়। পরে ৪ মাস আগে সে পুনরায় মারুফাকে বিয়ে করে। প্রায়ই সে গৃহবধু মারুফাকে নির্যাতন করতো বলে পরিবারের অভিযোগ। সম্প্রতি একটি বিয়ে বাড়িতে গিয়ে মারুফা একটি টিকটক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে মুকুল মিয়া ক্ষুদ্ধ হয়। এর জের ধরে গত ১৩ ডিসেম্বর মারুফার সঙ্গে স্বামী মুকুল মিয়ার ঝগড়া হয়। এর এক পর্যায়ে সে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশের জিজ্ঞাসাবাদের সে জানায়। হত্যার পর সে বাড়ির সেফটিক ট্যাংকে লাশ রেখে সিমেন্ট দিয়ে মুড়িয়ে (প্লাস্টার) দেয়। এদিকে বাড়ির সেফটিক ট্যাংকে স্ত্রীর মরদেহ গুম করে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মুকল পরে গত ১৫ ডিসেম্বর বগুড়া সদর থানায় অভিযোগ করে। সে পুলিশকে জানায়, তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অন্যের সঙ্গে পালিয়ে গেছে। শ^শুর বাড়ির লোকজনকেও জানায় মারুফা চলে গিয়েছে।

পুলিশ সুত্র জানায়, এই অভিযোগের সুত্র ধরে বগুড়ার ডিবি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এতে পকৃত ঘটনা বের হতে শুরু করে। এক পর্যায়ে ডিবি পুলিশ গত বৃহস্পতিবার রাতে মুকুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে পুলিশের নিকট স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ বাড়ির সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার স্বামীর হাতে স্ত্রী খুন এবং সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম এ ঘটনায় মামলা দায়ের এবং ইতোপুর্বে মুকুল মিয়া থানায় স্ত্রী নিখোঁজের বিষয়ে অভিযোগ করেছিল বলে নিশ্চিত করেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি