image
ছবি: সংগৃহীত

বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহের যুবলীগ নেতা আটক

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, বেনাপোল (যশোর)

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও নাশকতা মামলার আসামি রাসেল পাঠান কে আটক করেছে পুলিশ। আটক যুবলীগ নেতা রাসেল পাঠান বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। সে ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ১২ টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে এক যুবলীগ নেতা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুটি নাশকতার মামলা রয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্টপলিস্টে নাম থাকায় ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

পরে সেখান থেকে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি