বোনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে আহত

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের রতনপুর এলাকায় ছোট বোনের সঙ্গে ইভটিজিং করার প্রতিবাদ করলে দুষ্কৃতকারীরা দুই ভাইসহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আহত করা হয়েছে। আহতরা হলেন- শান্ত শেখ (২৫), রহমত উল্লাহ শেখ (২১), আকলিমা আক্তার (৫০)। এদের মধ্যে শান্ত শেখ ও রহমত শেখের অবস্থা গুরুতর। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তারা দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত রোববার মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পৃর্ব রতনপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা ঐ গ্রামের কৃষক ইছহাক শেখের ছেলে। এদিকে গতকাল সোমবার এই ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় আহতদের বড় বোন রানী আক্তার মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গত রোববার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চাসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকায় শান্তর বোন স্নিগ্ধ আক্তারের (২০) সঙ্গে অসৌজন্যমূলক (ইভটিজিং) আচরণ করে স্থানীয় মো. মুন্না ও নাজমুল। এ ঘটনার প্রতিবাদ করলে এলাকার মুরুব্বিরা শান্তকে বিচার সালিশের কথা বলে এবং তারা তা মেনে নেয়।

এদিন রোববার বিকেলে বিচার সালিশ বৈঠক হওয়ার আগেই সন্ত্রাসী মো. মুন্না (৩০), নাজমুল (৩২), ইউছুফ (৬৫) গং সশস্ত্র অবস্থায় শান্ত শেখ ও রহমত শেখের ওপর হামলা চালায় এবং লোহার রড, এসএস পাইপ, ধারালো চাকু ও সুইচ গিয়ার দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দুইভাইকে গুরুত্বতর আহত করে।

এদিকে এলাকার লোকজন রক্তাক্ত আহত অবস্থায় শান্ত শেখ ও রহমত উল্লাহ শেখকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনের অবস্থা গুরুত্বতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অন্যদিকে আহত শান্তর বড় বোন রানী আক্তার এ বিষয়ে বলেন, আমার ছোট বোন স্নিগ্ধার এক মাস হয়েছে বিয়ে হয়েছে, সে বাবার বাড়িতে বেড়াতে এসেছে, তার সঙ্গে গ্রামের মো. মুন্না ও নাজমুল অসৌজন্যমূলক আচরণ করে। এর প্রতিবাদ করে শান্ত আর রহমত উল্লাহ। আর এ কারণেই মো. মুন্না ও নাজমুল গং আমার দুই ভাই শান্ত শেখ ও রহমত উল্লাহর ওপর হামলা চালিয়ে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তারা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) সজিব দে বলেন, ঘটনার বিষয় সদর থানায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশ আসামিদের আটকে অভিযান পরিচালনা করছেন। অতি শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি