image
ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল গ্রেপ্তার

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার, (৩১ ডিসেম্বর ২০২৫) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সোহেল (৩০) নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পাটগাতী গ্রামের সোহরাব ফকিরের ছেলে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল এ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই ঘটনার তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই মনির হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল এ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০৫ জন নামীয়সহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি