বাগেরহাটের মোংলা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিয়াদ হাসান বুলবুল (৩৪) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত সিয়াদ হাসান বুলবুল সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের ফকির আকরাফিল ফকিরের ছেলে। বুলবুল উপজেলার সুন্দরবন ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতির পদে দায়িত্বশীল একজন সক্রিয় নেতা। এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা চটেরহাট পুলিশ ফাঁড়ি তাকে গ্রেপ্তার করে।
মোংলা থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য মামলায় দুজনকেও আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।