image

বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়া হত্যা: গ্রেপ্তার আসামির আদালতে জবানবন্দি

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার আসামি বাইক চালক জোবায়ের হোসেন পাপ্পু (২৯) আদালতে তার জবানবন্দি দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার আসামির এ জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেট কার সংঘর্ষের ঘটনা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এই ঘটনায় পাবনা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) পিটিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হত্যাকাণ্ডের পর দায়ের হওয়া মামলায় পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জোবায়ের হোসেন পাপ্পুকে শনাক্ত করে। এরপর রোববার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বর্ণনায় বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। সেখানে তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় অন্য একটি মোটরসাইকেল থেকে আসা অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি নাঈম কিবরিয়াকে জোর করে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» বাগেরহাটের মোংলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

» ‘১৭০ টাকা হারানোয়’ কিশোরীকে পিটিয়ে হত্যা, চাচা আটক

» রংপুর বিআরটিএ দুর্নীতি: জরিমানার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি