যশোরে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

যশোর অফিস

যশোরে ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার, (০৭ জানুয়ারী ২০২৬) বিকেলে তাকে ১ লাখ ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন জানান। গ্রেপ্তার আশরাফুল আলম যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

সদর উপজেলার বসুন্দিয়া খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী বলেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তিনি মারা যান। তার স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।

তিন মাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছেন। একপর্যায়ে তার হাতে ঘুষের ৮০ হাজার টাকা তুলে দেয়া হয়। এরপর আরও ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপরগতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে পেনশন ছাড় করা হবে না বলে আশরাফুল সাফ জানিয়ে দেন। এছাড়া খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজসে শিরিন আক্তারের বেসিকও কমিয়ে দেয়া হয়। নানাভাবে নির্যাতন করতে থাকেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী বলেন, ‘বিকেলে ফাইল ছাড় করানোর জন্য ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা আশরাফুল আলমের হাতে তুলে দেন। তখন গোপন সূত্রে সংবাদ পেয়ে দুদকের একটি দল গিয়ে ঘুষের টাকাসহ আশরাফুল আলমকে আটক করে।’ দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘আশরাফুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে।’

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি