image
ছবিঃ সংগৃহীত

মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার,( ০৮ জানুয়ারী ২০২৬) ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ বিল্লাল হোসেন নামের একজনকে আটক করে অভিযান পরিচালনাকারী দলটি। অভিযানে নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেনের (৪২) বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তার ঘর থেকে একটি মেড ইন ইউএসএ ৭.৬৫ মি.মি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে মুজিবননগর থানায় হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে মুজিবনগর থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আটক মো. বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানিলন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি