নরসিংদীর রায়পুরায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার উপজেলার সায়দাবাদ ও পাড়াতলী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. জালাল মিয়া ও তার ছেলে শীর্ষ সন্ত্রাসী মো. আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার সায়দাবাদ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৬৫) ও ছেলে মো. আকরাম হোসেন (৩৫)। অভিযানকালে বাঁশগাড়ি ও পাড়াতলী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২টি একনলা বন্দুক, ২টি ছোট দেশীয় একনলা বন্দুক, ৫ রাউন্ড ৭.৬২ মি.মি. চায়না রাইফেলের গুলি, ১০টি কার্তুস (২টি নীল ও ৮টি সাদা), ১টি বড় ছোড়া, ৩টি দেশীয় বল্লম, ২টি ড্যাগার, ৪টি ছুরি, ২টি চাপাতি, ২২টি পটকা, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ১৫টি বাটন মোবাইল, ৫টি টাচ মোবাইল, ১টি আইফোন, ১টি মানিব্যাগ, ১টি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জালাল ও আকরামের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র মজুদসহ একাধিক অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই যৌথ বাহিনী অভিযান চালিয়ে সায়দাবাদ থেকে জালাল ও পাড়াতলী থেকে আকরামকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের ফলে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তারসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সারাদেশ: ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম