image

মাদারীপুরে উত্তরপত্র দেখে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ, গ্রেপ্তার ২

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের সরবরাহ করা উত্তরপত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন আনসার সদস্য হিসেবে কর্মরত এবং অপরজন একজন গৃহিণী। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরীয়া মহাবিদ্যালয়-এই দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওসি আবুল কালাম আজাদ।

আটকরা হলেন-মাদারীপুরের কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। অমৃত মণ্ডল বর্তমানে আনসার সদস্য হিসেবে মতিঝিল থানায় কর্মরত রয়েছেন।

মাদারীপুর সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদেশে শুক্রবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন জেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অমৃত মণ্ডল পরীক্ষা দিতে আসেন। পরে পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ফোনটিতে পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। এ সময় তাকে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। তার কাছে এ উত্তরপত্র বিক্রি করেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের প্রধান রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি এলাকার অসিম গাইন। তার কাছ থেকে প্রাথমিকভাবে এ তথ্য জানা যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি