বাউফলে ধর্ষণের শিকার দুই কিশোরী, অভিযুক্ত পলাতক; সহযোগী গ্রেপ্তার

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলায় নবম শ্রেণীতে পড়ুয়া দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর যৌন নির্যাতনে সহায়তার অভিযোগে অভিযুক্তের মা মোসাম্মদ নুরজাহান বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত অনিক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত যুবক দুই কিশোরীকে নিজ বাসায় ডেকে নেন। সেখানে তারা ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার একপর্যায়ে এক কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা সেদিন বাড়ি ফিরতে পারেনি। পরদিন রাতে বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায়।

ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘটনার সময় অভিযুক্তের মা বাড়িতে উপস্থিত থাকলেও তিনি কোনো প্রতিরোধমূলক ভূমিকা নেননি। বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি ঘটনায় সহায়তা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও জানা গেছে, ঘটনার দিন সকালে দুই কিশোরী মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সারাদিন তারা বাড়ি না ফেরায় অভিভাবকরা প্রথমে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তারা সেখানে উপস্থিত ছিল না। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে গত শুক্রবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে কিশোরীরা বাড়ি ফিরে ঘটনার বিষয়ে জানালে শনিবার থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ মামলার পর রাতভর ভুক্তভোগী দুই কিশোরীকে থানায় হেফাজতে রাখে। রোববার, (১১ জানুয়ারী ২০২৬) সকালে আইনানুগ প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মামলার তদন্ত চলমান রয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» সিলেটে সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

» চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

» চট্টগ্রামে আইনজীবী খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

সম্প্রতি