চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

সংচট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলাতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জেলার ফটিকছড়ি উপজেলায় গতকাল শনিবার রাতে লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘিরপাড়ে এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, জামাল ও নাছির মোটরসাইকেলে চড়ে বাইরে থেকে নিজ গ্রামে বাড়ির কাছাকাছি আসেন। সেখানে রাস্তায় তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তারাও মোটরসাইকেলে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, নিহত মুহাম্মদ জামাল উদ্দিন (৩৮) শাহনগর গ্রামের বশরত আলী মিস্ত্রী বাড়ির মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে। এছাড়া একই গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ নাছির উদ্দিনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জামাল ও নাছির একই মোটরসাইকেলে ছিলেন। তারা গহিরা-ফটিকছড়ি সড়ক ধরে শাহনগর দীঘিরপাড় এলাকায় পৌঁছান। তাদের পিছু নেয়া আরেকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। আহত নাছিরকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» সিলেটে সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

» বাউফলে ধর্ষণের শিকার দুই কিশোরী, অভিযুক্ত পলাতক; সহযোগী গ্রেপ্তার

» চট্টগ্রামে আইনজীবী খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

সম্প্রতি