image

সীমান্তে বিজিবির অভিযান: ১২টি পিস্তল, ১টি রাইফেল, ৩টি হ্যান্ড গ্রেনেড, মর্টার সেল উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দেশে আনা হচ্ছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকসহ বিভিন্ন পণ্য সামগ্রী। গত এক মাসে বর্ডারগার্ড বিজিবি অভিযান চালিয়ে ১২টি পিস্তল, ১টি রাইফেল, ৩টি হ্যান্ড গ্রেনেড, ১৬টি ম্যাগাজিন, ৩৩৬ রাউন্ড গোলাবারুদ, ১টি মর্টার সেল, ১৭ কেজি গান পাউডার ও ৬টি অন্যান্য অস্ত্র উদ্ধার করছে। এছাড়াও বিজিবি বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি সদর দপ্তর থেকে জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ টাকার চোরাচালানীর পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে ২ কেজি ৬৩ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণ। ১৪ হাজার ৮৮৩টি শাড়ি, ২৬ হাজার ১শ’টি থ্রিপিস, চাদর, শার্টপিস ও কম্বল। ২৬ হাজার ৫২০টি তৈরি পোশাক, ৯ হাজার ৮৮৩ মিটার থান কাপড়, ৪ লাখ ৪৩ হাজার ৬৪৬টি কসমেটিক্স সামগ্রী, ১৬,৯৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮২টি আতশবাজি, ১১ হাজার ১১৯ ঘনফুট কাঠ, ৪ হাজার ৬৩৯ কেজি চাপাতা, ১০ হাজার ৯৯ কেজি সুপারি, ২৩ হাজার ১৩০ কেজি কয়লা, ৭০৮ ঘনফুট পাথর, ১৭৬ ঘনফুট বালু, ৪ হাজার ৬৩৬টি প্লাস্টিক সামগ্রী, ১৯১টি মোবাইল, ১ হাজার ৫৩২টি মোবাইল ডিসপ্লে, ১৬ হাজার ৪৭৩টি চশমা, ৩৪ হাজার ২৮১ কেজি জিরা, ৪ হাজার ৭৮৭ কেজি চিনি, ১ লাখ ৩ হাজার ৩২৬ কেজি পেঁয়াজ, ৬ হাজার ৬০ কেজি রসুন, ১ হাজার ৯০৫ প্যাকেট বিভিন্ন ধরনের বীজ, ৬ হাজার ৫৭৫ কেজি সার, ৬১৫ প্যাকেট কীটনাশক, ৩১১ লিটার ডিজেল, ২ লাখ ২৬ হাজার ১১১ পিছ চকলেট, ৮৬৫টি গরু/মহিষ, ১টি কষ্টিক পাথরের মূর্তি, ৮টি ট্রাক, কাভার্ডভ্যান, ১৩টি পিকআপ, ১টি ট্যাক্টর, ৭টি প্রাইভেটকার, মাইক্রোবাস, ২টি ট্রলি, ৫৯টি নৌকা, ২৫টি সিএনজি/ইজিবাইক, ৫৩টি মোটরসাইকেল এবং ৩৯টি বাইসাইকেল ও ভ্যান উদ্ধার করছে।

এছাড়াও সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক পাচারের ঘটনায় জড়িক থাকার অভিযোগে ১৭১ জন চোরাচালানী, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৪ জন বাংলাদেশি নাগরিক, ১৫ জন ভারতীয় নাগরিক, ২৭৬ জন মায়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজিবির একটি মাসের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। এই ভাবে প্রতি মাসে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী জব্দ করা হয়।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি