মানিকগঞ্জ সদর হাসপাতালে একজন গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নির্যাতিত নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আনসার সদস্যরা হলেন- শাহাদাত হোসেন ও আবু সাঈদ।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। গত রোববার রাতে তারা একটি ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে দেরি হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেন।
এ সময় দুই আনসার সদস্য নিরাপত্তার অজুহাতে তাদের প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান। এরপর হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচ তলায় স্বামীকে আটকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় নারীকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী তার স্বামীকে ঘটনা জানিয়েছে। পরে তারা থানায় গিয়ে অভিযোগ দেন।
অপরাধ ও দুর্নীতি: ঘটনাস্থল মানিকগঞ্জ: হাসপাতালে নারী ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক
অপরাধ ও দুর্নীতি: অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৫ বছর কারাদণ্ড