পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা শ্রমিক লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে পিরতলা বাজার থেকে কৃষক লীগ নেতা ও দুপুর আড়াইটায় শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)। দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আরেকজন হলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মোশারফ হাওলাদার। তাকে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সারাদেশ: কলাপাড়ায় ট্রাকের চাপায় বাইকচালক নিহত