image
ছবিঃ সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণ

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী হাট এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রীকে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার গভীর রাত পর্যন্ত কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করেছে। পরে রাতে ধর্ষক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান।

এ দিকে ধর্ষিতা স্কুলছাত্রীকে উদ্ধ্রা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকোবাসি জানিয়েছে রাকিব মিয়া নামে এক ব্যাক্তি মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট এলাকায় একটি রুম ভাড়া নিয়ে চ্যালেজ্ঞ কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার খুলে সে এখানে শির্ক্ষাীদের প্রাইভেট পড়াতেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামে তার বাবার নাম রুশু মিয়া। তার বাবাও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এ লাকাবাসি জানান রাকিব কোচিং সেন্টার খুলে সেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। ৩৫ জন শিক্ষার্থী সেখানে প্রাইভেট পড়তো। ধর্ষিতা স্কুলছাত্রী অভিযোগ করে রাকিব প্রাইভেট পড়ানোর নামে তাকে কয়েকদিন ধরে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দেয়ার পর তাকে ভালো করে পড়ানোর নামে তাকে জোর করে ধর্ষণ করে।

এ বিষয়ে প্রতিবাদ করলে ধর্ষক রাকিব তাকে বিয়ে করার আশ্বাস দেন তবে বিষয়টি কাউকে না জানানোর কথা বলে তাকে লালসার পন্য বানিয়েছেন। বিষয়টি নিয়ে ধর্ষিতা স্কুলছাত্রী তার বাবা মা ও স্বজনদের জানায়। একই ভাবে আরো শিক্ষার্থীদের সঙ্গে একই ভাবে ধর্ষন করার চেষ্টা করার অভিযোগ ওঠে। ধর্ষিতা ছাত্রীর পরিবারের লোকজন লম্পট রাকিবের কোচিং সেন্টারে গেলে চতুর ধর্ষক রাকিব তাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পরে। এ ঘটনায় বুধবার রাতে স্থানীয় কতিপয় মাতব্বর আপসের জন্য ঘরোয়া বৈঠকের আয়োজন করেন। উপস্থিত সকলের সামনে ধর্ষক রাকিব স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে রাকিব ছাত্রীর সঙ্গে ‘টাইম পাস’ করেছেন বলে অকপটে স্বীকার করেন ওই শিক্ষক রাকিব।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি ধর্ষক রাকিবকে আটক করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে কোচিং সেন্টার ঘের্ওা করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসলে বিক্ষুব্ধ জনতা ধর্ষক রাকিবকে পুলিশের কাছে তুলে দেয়।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, এ ঘটনায় ধর্ষিতা স্কুলছাত্রীর মা শম্পা বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। সেই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ধর্ষক রাকিবকে থানা হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার, (১৬ জানুয়ারী ২০২৬) তাকে আদালতে চালান দেয়া হবে বলেও জানান তিনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি