সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজারের মুদি দোকানদার মশিউর রহমানকে ছুরিঘাতের অভিযোগে তিন মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মশিউর উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের বাসিন্দা।
রোববার, (১৮ জানুয়ারী ২০২৬) মোবাইল ফোনের সূত্রধরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ সীচা গ্রামের আসিফ মিয়া, নাজমুল ইসলাম ও আল-আমিন মিয়া। ওই তিন জনেই সীচা দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ১১টার পরে দোকান বন্ধ করে বাড়ি যাওয়া পথে বাজার সংলগ্ন ফাঁকা স্থানে দোকানদার মশিউর রহমানকে আটক করে চাঁদা দাবি করে ওই তিন ছাত্র। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ-বিত-ার এক পর্যায় ধস্তাধস্তি হয়।