image

সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

দুর্নীতির অভিযোগ থাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ রোববার,(২৫ জানুয়ারী ২০২৬) এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক রাসেদুল ইসলাম আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে রুবিনা আক্তার ‘নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে’ অর্জন করে দখলে রাখেন।

দুদক বলছে, রুবিনা আক্তারের নিজের নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ‘জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ‘অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করায়’ দুদক গত বছরের ১৪ মে একটি মামলা দায়ের করেছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি