রাজধানীর বাড্ডা থানায় দায়েরকৃত জুলাই আন্দোলনের হত্যা মামলার তালিকাভুক্ত আসামি হয়েও এখনো গ্রেপ্তার হয়নি জাহাজ ভাঙা ব্যবসায়ী শওকত আলী চৌধুরী। আন্দোলনে অংশ নেয়া মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. মাসদুর রহমানকে হত্যার ঘটনায় ২০২৪ সালের ৯ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় (মামলা নং-০৫)। মামলা দায়েরের ১৪ মাস ১৯ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হননি তিনি। এতে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।
মামলাটির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই মামলার এক নম্বর আসামি করা হয়। যেখানে ৫৪ নম্বর আসামি করা হয়েছে শওকত আলী চৌধুরীকে। নথিতে তাকে ‘আওয়ামী লীগ নেতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার এজাহারের উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বাড্ডা লিংক রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসামিদের প্রত্যক্ষ হুকুম ও অংশগ্রহণে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাদ্রারাসা শিক্ষক হাফেজ মো. মাসদুর রহমান বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
বিজ্ঞাপন
আদালত ও থানা সূত্রে জানা গেছে, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও শওকত আলী চৌধুরী এখন পর্যন্ত জামিন নেননি। অথচ তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং নিজের ব্যবসা পরিচালনা করছেন। অভিযোগ উঠেছে, চার্জশিট থেকে নিজের নাম বাদ দেয়ার জন্য ‘বিপুল অর্থ’ ও রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন তিনি।
বিষয়টি নিয়ে মামলার বাদী শাকিল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন একটা হত্যা মামলার আসামি হওয়ার পরও শওকত আলী চৌধুরী গ্রেপ্তার না হওয়া দু:খজনক। এই আসামি রীতিমতো ব্যবসা পরিচালনা করছে, ঘুরে বেড়াচ্ছে। অথচ বলা হচ্ছে, তার অবস্থান শনাক্ত করা যায়নি। মূলত রহস্যজনক কারণেই তাকে গ্রেপ্তার করা হয়নি। ফলে চরম হতাশায় ভুগছে ভুক্তভোগী পরিবার। ’ ভুক্তভোগীর স্ত্রী তাছমিন আক্তার বলেন, আমি আমার স্বামী মাসদুর রহমান হত্যার বিচার চাই।
আন্তর্জাতিক: ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি পুতিন, জানালেন ট্রাম্প
অর্থ-বাণিজ্য: বস্ত্রকল বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত