image

মা-বোনের গায়ে এসিড নিক্ষেপ করে নিজের গায়েও ঢাললেন

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

ঢাকার লালবাগ এলাকায় পরিবারের পাঁচ সদস্যের গায়ে এসিড নিক্ষেপ করে নিজের গায়েও ঢেলে দিয়েছেন এক ব্যক্তি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক ব্যক্তির ফোনকলে তাদের ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২০ এপ্রিল) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকার লালবাগ এলাকার কাশ্মীটোলা লেনের ১৫ নম্বর বাসা থেকে এক ব্যক্তি ফোন করে জানান, সেখানে বাড়িটিতে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়েছে। এর জেরে এক ব্যক্তি কয়েকজনের গায়ে এসিড মেরেছে।

পরে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে লালবাগ থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল ৯৯৯-কে ফোনে জানান, পারিবারিক ঝগড়া বিবাদের এক পর্যায়ে অভিযুক্ত আলী হোসেন (৪০) তার পরিবারের পাঁচ সদস্যের ওপর এসিড নিক্ষেপ করে নিজের গায়ে এসিড ঢেলে দিয়েছেন। তারা সন্দেহ করছেন যে, আলী হোসেন মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্ত।

আহতরা হলেন- আলীর মা মোমেনা বেগম (৭০),আনোয়ার হোসেন (৫২), ইকবাল হোসেন (৪৫), বোন জামিলা আক্তার (৩০) এবং ভাগ্নে সালেহীন (২০)।

লালবাগ থানার উপ-পরিদর্শক ফয়সাল আরও জানান, স্থানীয় একটি ব্যাটারি দোকানের কর্মচারী আলী, তার পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হওয়ার পর এ ঘটনা ঘটে। তাদের সবাইকে প্রথমে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে জামিলা, ইকবাল ও সালেহীনের চোখের মধ্যে এসিড পড়ায় তাদেরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।আলীকে পুলিশ হেফাজতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার মাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি