ব্রাহ্মণবাড়িয়ায়
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মানে জড়িত ৩ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ এপ্রিল) সকালে রামঠাকুর পুকুর ভরাটের কাজ চলাকালে সেখানে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া ও সহকারী কমিশনার-ভূমি এবিএম মশিউজ্জামান। এসময় পুকুর ভরাট করে স্থাপনা নির্মান কাজে নিয়োজিত থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের কাজীপাড়ার শিহাব চৌধুরীকে (৩৯) ৬ মাসের, পূর্ব পাইকপাড়ার আমিরুল ইসলাম(৫৬) এবং শেখর পালকে(৫৬) ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। শিহাব চৌধুরী পুকুর ভরাটকারী দুলাল মিয়ার আত্বীয়। তার পক্ষে শিহাব কাজ তদারকি করতো। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, তারা অবৈধভাবে পুকুরটি দখল করে সেখানে স্থাপনা নির্মান করছিলো। পুকুরটির মোট আয়তন ৮১ শতক। এরমধ্যে ২৫ শতক অর্পিত। গত প্রায় ১০ দিন ধরে পুকুরটি ভরাট করে স্থাপনা নির্মান কাজ চালানো হচ্ছে। এদিকে অভিযানের পর দুপুর থেকে আরেক ভরাটকারী স্থাপনা নির্মান কাজ চালিয়ে যায়।