image

বসুন্ধরা এমডির আগাম জামিন আবেদন এখন শুনবে না হাইকোর্ট

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলায় অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের বিধি, ‘লকডাউন’ ও মহামারীর এই পরিস্থিতিতে আগাম জামিনের কোনও শুনানি করবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ অভিমত জানায়।

ভার্চুয়াল ঐ বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকায় ১৩ ক্রমিক থেকে ২৭ ক্রমিক পর্যন্ত মোট ১৫টি আগাম জামিনের আবেদন ছিল। তার মধ্যে সায়েম সোবহান আনভীরের আবেদনটি ছিল ১৪নম্বর ক্রমিকে।

২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে মামলা করেন। এ মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।

‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে মামলার পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আনভীরের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেয় বিচারিক আদালত। তারপর বুধবার হাই কোর্টে তার জামিন আবেদনের এই খবর পাওয়া যায়।

শুনানি কেন হয়নি জানতে চাইলে আনভীরের আইনজীবী মনসুরুল হক চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, কারণটা তিনি জানেন না। আদালত জানিয়েছে এখন হবে না। কবে হতে পারে সে ব্যপারেও আদালত কিছু বলেনি বলে জানান তিনি।

তবে আজ বৃহস্পতিবার সকালে আদালত কক্ষের দরজায় টাঙিয়ে দেওয়া এক নোটিসে বলা হয়, ‘বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি গ্রহণ করিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করিয়াছেন।’

পরে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হলে বেশ কয়েকজন আইনজীবী আগাম জামিন আবেদনের শুনানির বিষয়ে কথা বলেন।

তখন আদালত জানায় ভুলবশত আগাম জামিনের আবেদনগুলো কার্যতালিকায় এসেছে। আদালতের নির্দেশনা ছিল, এগুলা ভবিষ্যতে আসবে। তাই আজ বৃহস্পতিবার কার্যতালিকায় থাকা ১৩ থেকে ২৭ পর্যন্ত আগাম জামিন আবেদনের শুনানি হবে না বলে জানিয়ে দেয় আদালত।

আইনজীবীদের উদ্দেশে আদালত বলে , ‘আপনাদের আরজির কারণে আমরা গতকাল বলেছিলাম, কিছু আগাম জামিন আবেদন শুনব। তবে কবে শুনব বলিনি। দেশের বর্তমান পরিস্থিতে কোনো আগাম জামিনের শুনানি হবে না। বিচারাধীন আপিলে কোনো জামিন আবেদনেরও শুনানি হবে না।’

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি