image

বালিশের ভেতরে ৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

বুধবার, ১২ মে ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নতুন নতুন কৌশল কাজে লাগিয়ে মাদক এনে রাজধানীর মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করেন মাদক ব্যবসায়ী মো. সোহেল (২৭)। এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে হেরোইনের একটি বড় চালান সেসব ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করার নতুন এক কৌশল অবলম্বন করেন তিনি।

ঈদ উপলক্ষে বিছানাপত্র নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে এমন ছদ্মবেশের আড়ালে বালিশের ভেতরে লুকিয়ে ৬০০ গ্রাম হেরোইন পাচারের কৌশল নেন সোহেল। তবে সেগুলো পাচারের বিষয়ে আগেই গোয়েন্দা তথ্য পেয়ে যায় র‍্যাব-২। পরে বুধবার (১২ মে) ভোরে র‍্যাব-২ এর একটি দল রাজধানীর আদাবর এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইনসহ (আনুমানিক বাজার মূল ৬০ লাখ টাকা) মো. সোহেলকে আটক করে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর আদাবর এলাকায় কতিপয় মাদককারবারি চক্রের সদস্য মাদকের একটি বড় চালান হস্তান্তরের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ভোর ৫টায় আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আন্তঃজেলা মাদককারবারি চক্রের সদস্য মো. সোহেলকে (২৭) আটক করে।

আবদুল্লাহ আল মামুন বলেন, সোহেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় সে মাদকের কথা অস্বীকার করে এবং তার সঙ্গে থাকা বিছানাপত্র তল্লাশি করে বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে আনা ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও আটককে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে বিছানাপত্র নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে এমন ছদ্মবেশের আড়ালে মাদক পরিবহন করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে। বিষয়টি যাতে সন্দেহ না করে এবং সন্দেহ করলেও যাতে তল্লাশি করে কিছুই না পায় মূলত সেজন্যই বালিশের ভেতরে অভিনব কায়দায় মাদক বহন করে নিয়ে আসছিল সে।

জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদককারবারির কাছে হস্তান্তর করে আসছিল। প্রতিবার মাদক বহনের ক্ষেত্রে সে বিভিন্ন নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে বলেও জানায়।

আবদুল্লাহ আল মামুন জানান, আটকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি