image

নারায়ণগঞ্জে দু’দিনে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বুধবার, ১৬ জুন ২০২১
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। বুধবার (১৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাস গ্যাস কোম্পানির সোনারগাঁ জোনাল কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমান উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন জানান, উপজেলার দক্ষিণ লক্ষণখোলা, পাতাকাটা এলাকা, ধামগড় ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী পৃথক সময়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার অভিযানের নেতৃত্ব দেন। এ সময় প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ১৪ জুন তিতাসের অভিযানে ধামগড় ইউনিয়নের চারটি গ্রামের ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি