image

১৮ মামলার আসামি বার্মা সাইফুল গুলিবিদ্ধ অবস্থায় আটক

সংবাদ অনলাইন রিপোর্ট

বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর তালিকাভুক্ত সন্ত্রাসী ১৮ মামলার আসামি মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এই ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে বায়েজিদ বোস্তামি থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের দক্ষিণ পশ্চিম দিকে পুলিশ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সাইফুলের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ৩ জনের আদালতে স্বীকারোক্তি

সম্প্রতি