image

মির্জাপুরে স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর সাজা

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামী লুৎফর রহমানকে ৬ মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ জুন) সন্ধায় মির্জাপুর পৌর এলাকার শ্রীহরিপাড়া গ্রামে অভিযানকালে এই সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, শ্রীহরিপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে লুৎফর রহমান একজন মোটর শ্রমিক। মাদক সেবন করে স্ত্রী, স্কুল পড়ুয়া ছেলে মেয়েকে মারধর ও ঘরের আসবাপত্র নষ্ট করেন। স্বামীর এই অত্যাচার থেকে রেহায় পেতে নিরুপায় স্ত্রী রেহেনা বেগম বুধবার উপজেলা ভূমি অফিসে গিয়ে অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে বুধবার সন্ধায় মাদকসেবী লুৎফরের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে লুৎফরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি