চাটখিলে অবাধে চলছে হাইড্রোলিক ট্রাক : দুর্ঘটনা প্রতিদিন

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ও চাটখিল পৌর শহরসহ পুরো উপজেলায় অবৈধ হাইড্রোলিক ট্রাকের ছড়াছড়ি। এসব ট্রাক দিয়ে মাটি, বালু, ইট, রড ইত্যাদি বহন করা হয়। অতিরিক্ত লোড করে যানবাহন চলাচলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে চাটখিলে সরকারের কোটি টাকার সড়ক। অন্যদিকে এসব গাড়ির কোন বৈধ কাগজপত্র (রুট পারমিট, ফিটনেস, টেক্স টোকেন) না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। আবার এই গাড়িগুলো বেশির ভাগই সরকারি রাস্তার পার্শ্বে রাখায় কয়েকটি দুর্ঘটনা ইতোপূর্বে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, খিলপাড়া বাজারে শাহ আলম ড্রাইভার একটি অবৈধ হাইড্রোলিক ট্রাক চালাচ্ছেন। এই ট্রাক দিয়ে ইতোপূর্বে দুর্ঘটনায় কয়েকজন গুরুত্বর আহত হন। কিন্তু গাড়িগুলোর বৈধ কোন কাগজপত্র না থাকায় মালিককে খুঁজে না পেয়ে ভুক্তভোগীরা কোন ক্ষতিপূরণ পায়নি। শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই গাড়িটি তার নয়, এটি খিলপাড়ার রহিম হাজীর দুটি হাইড্রোলিক ট্রাকের মধ্যে একটি তিনি চালান অন্যটি আরেক ড্রাইভার চালান। গাড়ির বৈধ কাগজ পত্র আছে কিনা জানতে চাইলে তিনি এর কোন সঠিক জবাব দিতে পারেনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি