image

ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের লাশ উদ্ধার, আটক ১

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ঈশ্বরগ্রামে ঘরের মেঝে খুঁড়ে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবু (১৮) নামের একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে ওই গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিজ ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধ আব্দুর রশীদের (৬৫) লাশ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, বাবু আব্দুর রশিদের মেয়ের ছেলে। তিনি বেশিরভাগ সময় নানার সঙ্গে কাটাতেন। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ১০ অক্টোবর দুপুর ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা দেওয়া ঘর থেকে থালা আনতে যান। তখন তালাটি ভেঙে ঘরে প্রবেশ করতেই লাশের গন্ধ পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘরের মেঝে খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি