সংস্থা প্রধান নাঈমা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ভিক্ষুক, প্রতিবন্ধী, গার্মেন্টস শ্রমিকসহ প্রায় ৮ হাজার নারীর টাকা আত্মসাতের অভিযোগে কথিত এক এনজিও সংস্থার প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নারীর নাম জান্নাতুল নাঈমা (৩৩)। সোমবার (২২ নভেম্বর) রাতে নগরের হামজারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
জানা গেছে, এনজিও সংস্থাটি খুলে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন ওই মহিলা। তার সংস্থার মূল টার্গেট ছিল ভিক্ষুক, দিনমজুর, গার্মেন্টস কর্মীসহ সমাজের নিম্নবিত্ত মানুষেরা। একটি এনজিও এর প্রতিষ্ঠাতা জান্নাতুল নাঈম(৩৩)। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার দুস্থ ও হত দরিদ্র মহিলাদের অনুদান-আর্থিক সহায়তা দেয়ার নামে প্রায় ৭ থেকে ৮ হাজার নারীর কাছ থেকে জনপ্রতি দুইশত টাকা করে নিলেও কোন আর্থিক সুবিধা দিতে পারেনি। দীর্ঘদিন যাবত উক্ত মহিলাদের অনুদান বা আর্থিক সহায়তা না দেয়ার কারণে সোমবার সন্ধ্যায় প্রায় দেড় হাজার নারী হামজারবাগসহ জান্নাতুল নাঈম এর অফিসে তাকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জান্নাতুল নাঈমকে হেফাজতে নেন। জান্নাতুল নাঈম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। উক্ত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, জান্নাতুল নাঈমাকে হামজারবাগ এলাকায় অবরুদ্ধ করে ভুক্তভোগীরা পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে আমাদের ফোর্স গিয়ে তাকে থানায় নিয়ে আসে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে একটি প্রতারণা মামলা হয়েছে।
অর্থ-বাণিজ্য: নানা সংকটে ৫০ টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে: বিটিএমএ
অর্থ-বাণিজ্য: শুরুতে বড় উত্থান হলেও শেষ পর্যন্ত পতন শেয়ারবাজারে
অর্থ-বাণিজ্য: ডিএসইতে প্রথম নারী এমডির যোগদান
অর্থ-বাণিজ্য: চলতি বছর বিশ্ববাজারে তেলের দাম কমেছে প্রায় ২০ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে আসছে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি
বিজ্ঞান ও প্রযুক্তি: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে ছবি সম্পাদনার সুবিধা