alt

‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ মামুনুলে বিরুদ্ধে আদালতে সাক্ষ্য ঝর্ণার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ: : বুধবার, ২৪ নভেম্বর ২০২১

ধর্ষণের অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী নারী ও কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। তিনি এই মামলার বাদীও। তিনি আদালতকে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নিয়ে তাকে ধর্ষণ করেন মামুনুল হক। এর আগেও একাধিকবার তাকে ধর্ষণ করেছেন আসামি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার বাদী জান্নাত আরা ঝর্ণা। পরে বাদীকে দীর্ঘক্ষণ জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এই সময় আদালতে এই মামলার একমাত্র আসামি মামুনুল হকও উপস্থিত ছিলেন। এসব বিষয় নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবুদ্দিন আহমেদ।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় মামুনুল হককে। এই সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেয়। দুপুর সোয়া ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। আদালতে উপস্থিত হয়ে এই মামলার বাদী সাক্ষ্য দেন। তিনি আদালতে বলেন, তার পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর মামুনুল হকই তাকে ঢাকায় নিয়ে আসেন। তাকে ঢাকার কলাবাগানের একটি মেসে তোলেন মামুনুল হক। চলতি বছরের ৩ এপ্রিল ঘোরাঘুরির কথা বলে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন মামুনুল হক। এর আগেও একাধিকবার তাকে বিভিন্ন স্থানে ধর্ষণ করা হয়েছে।

সাক্ষ্যশেষে ১২টা ৪০ মিনিটে বাদীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ। জেরার সময় বাদী জানান, ঘোরাঘুরির কথা বলেই তাকে রয়্যাল রিসোর্টে নেন মামুনুল হক। রিসোর্টের গেইটে দারোয়ান ও রিসিপশনে কথা বলেছেন মামুনুল হকই। রিসোর্টের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষ ভাড়াও করেন তিনি। রিসিপশনে নিজে কোনো স্বাক্ষর দেননি বলে জানান ঝর্ণা।

আদালতে আসাপিক্ষের আইনজীবী জানান, বাদীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি মেডিকেল পরীক্ষা করাননি। কেন করাননি জানতে চাইলে বাদী বলেন, ওই সময় রমজান মাস চলছিল। তিনি রোজা রেখেছিলেন বলে মেডিকেল পরীক্ষা করাতে রাজি হননি। মেডিকেল পরীক্ষা পরে আর করানো হয়নি বলে সংবাদকে নিশ্চিত করেছেন আদালতের পিপি রকিবুদ্দিন আহমেদ।

জেরার শেষ দিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. জয়নুল আবেদীন আদালতে বলেন, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি ১ লাখ টাকা দেনমোহরে জান্নাত আরা ঝর্ণাকে শরীয়ত মোতাবেক বিয়ে করেন আসামি মামুনুল হক। দুইজন সাক্ষীর উপস্থিতিতে ৩০০ টাকার স্ট্যাম্পে বিয়ে সম্পন্ন হয়। তবে মামলার ভুক্তভোগী নারী ঝর্ণা আদলতকে জানান, মামুনুলের সাথে তার বিয়ে হয়নি। কোনো স্ট্যাম্পে তিনি স্বাক্ষর করেননি।

এই বিষয়ে পরে জয়নুল আবেদীন সংবাদকে বলেন, শরীয়ত মোতাবেক আসামির সাথে জান্নাত আরা ঝর্ণা বিয়ে হয়েছে। তাদের কাছে ৩০০ টাকার স্ট্যাম্প রয়েছে। সময়মতো আদালতে তা দাখিল করবেন।

আদালতে জেরার শেষদিকে আসামিপক্ষের আইনজীবী তার মক্কেলকে নির্দোষ দাবি করে আদালতে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থীতিশীল পরিস্থিতিতে তার মক্কেলকে ষড়যন্ত্রমূলকভাবে এই ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। বাদী আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণের অভিযোগে করা মামলায় আদালত বাদীর সাক্ষ্য গ্রহণ করেছেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আদালতে ৪১ বার বাদীকে দিয়ে বলাতে চেয়েছে যে, তাদের বিয়ে হয়েছে। কিন্তু প্রতিবারই বাদী বলেছেন, তাদের বিয়ে হয়নি। বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করেছে আসামি মামুনুল হক।’

এক প্রশ্নের জবাবে পিপি বলেন, ‘আসামির দাবি, বিয়ে হয়েছে কিন্তু বাদী বারবারই বলেছেন, তাকে বিয়ে করেননি। স্ট্যাম্পের বিয়ে তো আইনত অবৈধ। এই ধরনের কোনো কাগজ আদালতে টিকবে না। মাত্র তো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় ৪৩ জন সাক্ষী রয়েছেন।’

দুপুর দুইটার দিকে জেরা শেষে আদালত থেকে বের করা হয় আসামি মামুনুল হককে। এজলাসের সামনে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুনুল হক। তিনি এক পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন, ‘হ্যান্ডকাপ লাগাইছেন আবার টানতেছেন কেন?’। এই সময় আদালতপাড়ায় উপস্থিত ছিলেন মামুনুলের অনুসারী নেতা-কর্মীরা। তাদের দেখে হাত নাড়েন মামুনুল হক। কর্মীরাও পাল্টা সাড়া দিলে তাদের উদ্দেশ্যে মামুনুল বলেন, ‘অন্যায়ের কাছে মাথা নত করবে না কেউ।’ এই সময় কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। কড়া নিরাপত্তায় তাকে প্রিজন ভ্যানে তুলে পুনরায় কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশের একটি দল।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছাড়াও বাদীর পক্ষে দাঁড়ান জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহসীন মিয়া ও সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল। অন্যদিকে আসামিপক্ষে জয়নুল আবেদীন ছাড়াও অ্যাড. ওমর ফারুক নয়ন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিকেলে সোনারগাঁ উপজেলার রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। তখন ওই নারীকে নিজের বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় হেফাজতের কর্মী-সমর্থকরা ওই রিসোর্ট ঘেরাও করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকা অবস্থায় মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায় নেতা-কর্মীরা। পরে রাতভর সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত হেফাজত কর্মীরা। ওই ঘটনায় সোনারগাঁ থানায় বেশ কয়েকটি মামলা হয়। এই ঘটনার প্রায় মাসখানেক পর ৩০ এপ্রিল মামুনুলের বিরুদ্ধে তারই দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারী ধর্ষণ মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন মাওলানা মামুনুল হক। তাদের আইনত বিয়ে হয়নি। এই মামলায় গত ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র গঠন করা হয়। এর আগে ১৮ এপ্রিল ঢাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতার করে।

ছবি

হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

ছবি

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড

ছবি

‘সন্দেহজনক ঘোরাঘুরি’: সেই মার্কিন নাগরিক ফের ৫ দিনের রিমান্ডে

ছবি

যশোরের চিহ্নিত সন্ত্রাসী সোহেলের ১০ বছরের কারাদণ্ড

ছবি

অপরাধ বেড়েছে জামালপুর শহরে

ছবি

মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

ছবি

চট্টগ্রাম কাস্টমসে ঘুষের টাকাসহ সহকারী রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

ছবি

ডিএসসিসির বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলা করবে দুদক

ছবি

গৃহবধূ হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

দর্শনায় জুয়েলার্সে হামলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি

চাকরির প্রলোভনে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ছবি

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ছবি

পৃথক হত্যাচেষ্টা মামলা: আনিসুলকে দেখানো হলো গ্রেপ্তার, পাভেল রিমান্ডে

ছবি

দুর্নীতির মামলায় মোরশেদ আলমের জামিন নাকচ

ছবি

শেখ হাসিনার বিরুদ্ধে ‘যথেষ্ট’ প্রমাণ পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ছবি

সংসদের আসন পুনর্বিন্যাস, ফরিদপুরের ভাঙ্গা রণক্ষেত্র

ছবি

চকরিয়ায় থানা হাজতে দুজর্য়ের মৃত্যুর ঘটনায় ওসিসহ নয় জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

ছবি

বরিশালে তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ছবি

ডিবি পরিচয়ে ডাকাতচক্রের তিনসদস্য গ্রেপ্তার

ছবি

সাদা পাথর লুট: সাহাব উদ্দিন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

ছবি

সাগর-রুনি হত্যা: তদন্ত নিয়ে অসন্তুষ্ট আদালত বললো ‘আপ্রাণ চেষ্টা’ চালাতে

ছবি

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ৫ গুণ বেশি টাকা নেয়ার অভিযোগ, ১৩ কোম্পানির বিরুদ্ধে মামলা

ছবি

ভোলায় মুভি দেখে বাবা খুন করল ছেলে

ছবি

বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে বাংলাদেশী দুই টাকার নতুন নোট জব্দ

ছবি

বনানীতে চুরি হওয়া ২৪ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ছবি

প্রতারণার নতুন ফাঁদ: ফেইসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন, বাসা নিতে গিয়ে কলেজ ছাত্রকে হেনস্থা

ছবি

স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তার ১

ছবি

নারায়ণগঞ্জে ‘ব্লগারকে’ কুপিয়ে বাইক ও ফোন ছিনতাই

ছবি

টঙ্গীতে দুপুরে ‘চোর সন্দেহে’ যুবক আটক, রাতে মৃত্যু

ছবি

উত্তরায় ‘সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি’, তিনজন কারাগারে

ছবি

একদিনে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮০৯

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে

ছবি

‘সন্দেহজনক’ লেনদেন, সাবেক এমপি দিদার দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

ছবি

ফরিদপুরে শিশু ধর্ষণ: ২ যুবকের যাবজ্জীবন, শিশুর ১০ বছরের কারাদণ্ড

ছবি

চানখাঁরপুলে ৬ হত্যা: ২ জনের সাক্ষ্যে ৩ জনের গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা

ছবি

ফ্ল্যাট বরাদ্দে ‘অনিয়ম’: সচিব পদমর্যাদার সাবেক ১২ কর্মকর্তাকে দুদকে তলব

tab

‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ মামুনুলে বিরুদ্ধে আদালতে সাক্ষ্য ঝর্ণার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

বুধবার, ২৪ নভেম্বর ২০২১

ধর্ষণের অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী নারী ও কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। তিনি এই মামলার বাদীও। তিনি আদালতকে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নিয়ে তাকে ধর্ষণ করেন মামুনুল হক। এর আগেও একাধিকবার তাকে ধর্ষণ করেছেন আসামি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার বাদী জান্নাত আরা ঝর্ণা। পরে বাদীকে দীর্ঘক্ষণ জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এই সময় আদালতে এই মামলার একমাত্র আসামি মামুনুল হকও উপস্থিত ছিলেন। এসব বিষয় নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবুদ্দিন আহমেদ।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় মামুনুল হককে। এই সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেয়। দুপুর সোয়া ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়। আদালতে উপস্থিত হয়ে এই মামলার বাদী সাক্ষ্য দেন। তিনি আদালতে বলেন, তার পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর মামুনুল হকই তাকে ঢাকায় নিয়ে আসেন। তাকে ঢাকার কলাবাগানের একটি মেসে তোলেন মামুনুল হক। চলতি বছরের ৩ এপ্রিল ঘোরাঘুরির কথা বলে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন মামুনুল হক। এর আগেও একাধিকবার তাকে বিভিন্ন স্থানে ধর্ষণ করা হয়েছে।

সাক্ষ্যশেষে ১২টা ৪০ মিনিটে বাদীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ। জেরার সময় বাদী জানান, ঘোরাঘুরির কথা বলেই তাকে রয়্যাল রিসোর্টে নেন মামুনুল হক। রিসোর্টের গেইটে দারোয়ান ও রিসিপশনে কথা বলেছেন মামুনুল হকই। রিসোর্টের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষ ভাড়াও করেন তিনি। রিসিপশনে নিজে কোনো স্বাক্ষর দেননি বলে জানান ঝর্ণা।

আদালতে আসাপিক্ষের আইনজীবী জানান, বাদীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি মেডিকেল পরীক্ষা করাননি। কেন করাননি জানতে চাইলে বাদী বলেন, ওই সময় রমজান মাস চলছিল। তিনি রোজা রেখেছিলেন বলে মেডিকেল পরীক্ষা করাতে রাজি হননি। মেডিকেল পরীক্ষা পরে আর করানো হয়নি বলে সংবাদকে নিশ্চিত করেছেন আদালতের পিপি রকিবুদ্দিন আহমেদ।

জেরার শেষ দিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. জয়নুল আবেদীন আদালতে বলেন, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি ১ লাখ টাকা দেনমোহরে জান্নাত আরা ঝর্ণাকে শরীয়ত মোতাবেক বিয়ে করেন আসামি মামুনুল হক। দুইজন সাক্ষীর উপস্থিতিতে ৩০০ টাকার স্ট্যাম্পে বিয়ে সম্পন্ন হয়। তবে মামলার ভুক্তভোগী নারী ঝর্ণা আদলতকে জানান, মামুনুলের সাথে তার বিয়ে হয়নি। কোনো স্ট্যাম্পে তিনি স্বাক্ষর করেননি।

এই বিষয়ে পরে জয়নুল আবেদীন সংবাদকে বলেন, শরীয়ত মোতাবেক আসামির সাথে জান্নাত আরা ঝর্ণা বিয়ে হয়েছে। তাদের কাছে ৩০০ টাকার স্ট্যাম্প রয়েছে। সময়মতো আদালতে তা দাখিল করবেন।

আদালতে জেরার শেষদিকে আসামিপক্ষের আইনজীবী তার মক্কেলকে নির্দোষ দাবি করে আদালতে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থীতিশীল পরিস্থিতিতে তার মক্কেলকে ষড়যন্ত্রমূলকভাবে এই ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। বাদী আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণের অভিযোগে করা মামলায় আদালত বাদীর সাক্ষ্য গ্রহণ করেছেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আদালতে ৪১ বার বাদীকে দিয়ে বলাতে চেয়েছে যে, তাদের বিয়ে হয়েছে। কিন্তু প্রতিবারই বাদী বলেছেন, তাদের বিয়ে হয়নি। বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করেছে আসামি মামুনুল হক।’

এক প্রশ্নের জবাবে পিপি বলেন, ‘আসামির দাবি, বিয়ে হয়েছে কিন্তু বাদী বারবারই বলেছেন, তাকে বিয়ে করেননি। স্ট্যাম্পের বিয়ে তো আইনত অবৈধ। এই ধরনের কোনো কাগজ আদালতে টিকবে না। মাত্র তো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় ৪৩ জন সাক্ষী রয়েছেন।’

দুপুর দুইটার দিকে জেরা শেষে আদালত থেকে বের করা হয় আসামি মামুনুল হককে। এজলাসের সামনে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুনুল হক। তিনি এক পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন, ‘হ্যান্ডকাপ লাগাইছেন আবার টানতেছেন কেন?’। এই সময় আদালতপাড়ায় উপস্থিত ছিলেন মামুনুলের অনুসারী নেতা-কর্মীরা। তাদের দেখে হাত নাড়েন মামুনুল হক। কর্মীরাও পাল্টা সাড়া দিলে তাদের উদ্দেশ্যে মামুনুল বলেন, ‘অন্যায়ের কাছে মাথা নত করবে না কেউ।’ এই সময় কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। কড়া নিরাপত্তায় তাকে প্রিজন ভ্যানে তুলে পুনরায় কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশের একটি দল।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছাড়াও বাদীর পক্ষে দাঁড়ান জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহসীন মিয়া ও সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল। অন্যদিকে আসামিপক্ষে জয়নুল আবেদীন ছাড়াও অ্যাড. ওমর ফারুক নয়ন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিকেলে সোনারগাঁ উপজেলার রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। তখন ওই নারীকে নিজের বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় হেফাজতের কর্মী-সমর্থকরা ওই রিসোর্ট ঘেরাও করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকা অবস্থায় মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায় নেতা-কর্মীরা। পরে রাতভর সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত হেফাজত কর্মীরা। ওই ঘটনায় সোনারগাঁ থানায় বেশ কয়েকটি মামলা হয়। এই ঘটনার প্রায় মাসখানেক পর ৩০ এপ্রিল মামুনুলের বিরুদ্ধে তারই দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারী ধর্ষণ মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন মাওলানা মামুনুল হক। তাদের আইনত বিয়ে হয়নি। এই মামলায় গত ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র গঠন করা হয়। এর আগে ১৮ এপ্রিল ঢাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতার করে।

back to top