ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র পুত্রের যাবজ্জীবন

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ধর্ষন মামলায় আসামি সাবেক মেয়র পুত্র মাসুদ ব্যাপারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আব্দুস সালাম খান রায় দেন।

২০১৯ সালের ৩০ জুন মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় দুই বছরের বেশি সময় শুনানি শেষে আজ এ রায় দেন আদালত। রায়ে অপর আসামি শরীফ সরদারকে বেকসুর খালাস দেয়া হয়। এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি মাসুদ ব্যাপারীর আইনজীবী। মামলার এজহার সূত্রে জানা যায়, জাজিরার ওই কলেজ ছাত্রীকে স্থানীয় শরীফ সরদার নামের আসামি উত্ত্যক্ত করত।

২০১৯ সালের ২৯ জুন বিষয়টি মীমাংসার কথা বলে মেয়েটিকে মোবাইলে বাড়িতে ডেকে নিয়ে যায় জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইউনুছ ব্যাপারীর পুত্র মাসুদ ব্যাপারী। খালি বাসায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যয়ে মাসুদ রুমের বাইরে গেলে মেয়েটি চিৎকার করে দৌড়ে পালালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরের দিন ৩০ জুন মাসুদ ব্যাপারীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে শরীফ সরদারের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা করে ওই শিক্ষার্থী। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয়পক্ষের সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এ রায় দেয় আদালত।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» সুন্দরগঞ্জে দোকানদারকে ছুরিকাঘাতের অভিযোগে তিন মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

» সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

» মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: রাশেদুলদের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সম্প্রতি