মুন্সীগঞ্জে অবাধে উৎপাদন হচ্ছে কারেন্ট জাল

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবাধে উৎপাদন করা হচ্ছে বিক্রি নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল। বিভিন্ন সময় অবৈধ কারেন্ট জাল উদযাপন বন্ধে অভিযান চালিয়ে জেল জরিমানা করা হলেও এখানকার কারেন্ট জাল উৎপাদন কোনভাবে বন্ধ করা যাচ্ছে না। জানা যায়, পঞ্চসার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় উৎপাদিত অবৈধ কারেন্ট জাল এখন নদী পথ দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। ওয়ার্ডের প্রতিটি এলাকায় কারেন্ট জাল তৈরির মেশিন চলছে ২৪ ঘন্টাই। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রতিদিন ফজরের নামাজের আগেই মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় থেকে কয়েকটি ট্রলার কারেন্ট জাল ভর্তি করে ঢাকার দিকে চলে যায়। এখানে মধ্যেরাত থেকে কারেন্ট জাল ট্রলার ভর্তি করা হয়। রাতের আধারে এগুলো হচ্ছে লোকচক্ষুর অন্তরালে। এছাড়া মুন্সীগঞ্জ লঞ্চঘাট দিয়ে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পাচার করা হয় অবৈধ এসব কারেন্ট জাল।

এ বিষয়ে জেলা মতস কর্মকর্তা শামসুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই বিষয়টি যদি সত্যি হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» সুন্দরগঞ্জে দোকানদারকে ছুরিকাঘাতের অভিযোগে তিন মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

» সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

» মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: রাশেদুলদের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সম্প্রতি