টঙ্গীতে পাঁচ মাসের শিশু অপহরণের ঘটনায় অভিযুক্ত জ্যোৎস্না আক্তারকে (৩২) ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জেলহাজতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ জানান, গত ১৯ নভেম্বর জ্যোৎস্না আক্তার নামে এক মহিলা পূর্ব আরিচপুরে জনৈক পান্নার বাসায় ননদ পরিচয়ে বেড়াতে আসেন। এর দুই দিন পর গত ২১ নভেম্বর বিকালে পান্না তার মেয়েকে ননদ পরিচয়ে আসা সেই নারীর কাছে রেখে পাশের বাসায় কাজে যান।পরে সন্ধ্যা ৭টার দিকে বাসায় এসে তার মেয়ে ও জ্যোৎস্নাকে বাসায় না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। মেয়েকে না পেয়ে তিনি গত ২৪ নভেম্বর পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রামে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা শুরু করে। পরে ওই এলাকা থেকে অপহৃত শিশু ও অপহরণকারীকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১
টঙ্গীতে পাঁচ মাসের শিশু অপহরণের ঘটনায় অভিযুক্ত জ্যোৎস্না আক্তারকে (৩২) ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জেলহাজতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ জানান, গত ১৯ নভেম্বর জ্যোৎস্না আক্তার নামে এক মহিলা পূর্ব আরিচপুরে জনৈক পান্নার বাসায় ননদ পরিচয়ে বেড়াতে আসেন। এর দুই দিন পর গত ২১ নভেম্বর বিকালে পান্না তার মেয়েকে ননদ পরিচয়ে আসা সেই নারীর কাছে রেখে পাশের বাসায় কাজে যান।পরে সন্ধ্যা ৭টার দিকে বাসায় এসে তার মেয়ে ও জ্যোৎস্নাকে বাসায় না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। মেয়েকে না পেয়ে তিনি গত ২৪ নভেম্বর পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রামে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা শুরু করে। পরে ওই এলাকা থেকে অপহৃত শিশু ও অপহরণকারীকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।