মানিকগঞ্জের সিংগাইরে জামশার গোলাইডাঙ্গা এলাকায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, বাস্তা গ্রামের প্রয়াত আহাম্মদ আলীর ছেলে লিটন(৩৬) বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। শুক্রবার সকালে লোকজন গোলাইডাঙ্গা এলাকার ফাঁকা সড়কের ভাঙ্গা ব্রিজের নিচে তার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা