image
ছবি: সংগৃহীত

শিক্ষকতার আড়ালে ‘জঙ্গি কার্যক্রম’ চালাতেন ওয়াহিদুল

সংবাদ অনলাইন রিপোর্ট

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান হাফেজ মো.ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট-এটিইউ। পুলিশ বলছে, তিনি শিক্ষকতার আড়ালে ‘জঙ্গি কার্যক্রম’ চালাতেন।

বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ে এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আসলাম খান বলেন, ‘গ্রেপ্তার ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা থানার মণ্ডলের বাজার কুমুরিয়া হাফিজিয়া মাদরাসার হেফজখানার শিক্ষক। শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারী জেলার জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করে আসছিলেন।’

তিনি আরও বলেন, ‘২০২১ সালের ১১ ডিসেম্বর নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেএমবির ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে নীলফামারীর সদর থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়। মূলত এই ৩ জনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই রাজধানী ঢাকা থেকে দেওয়া শাখার অন্যতম প্রধানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় এলাকার অন্যান্য সক্রিয় জেএমবি সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামে বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।’

গ্রেফতারের সময় তার কাছ থেকে অ্যান্টি টেররিজম ইউনিট একটি মোবাইল সেট ও দুইটি সিমকার্ড জব্দ করেছে।

গ্রেফতার হাফেজ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» সিলেটে সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

» চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

» বাউফলে ধর্ষণের শিকার দুই কিশোরী, অভিযুক্ত পলাতক; সহযোগী গ্রেপ্তার

» চট্টগ্রামে আইনজীবী খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

সম্প্রতি