চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার মাদক মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার হৃীলা এলাকার হাজী আবু সামার ছেলে মিজানুর রহমান (৩০), একই এলাকার নবী হোসেন বাড়ির সুলতান আহমেদের ছেলে মো. গিয়াস উদ্দীন (২৫) ও কুমিল্লার দাউদকান্দি থানার চমকখোলা এলাকার মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. কাউসার (৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মে নগরের স্টেশন রোড রিয়াজউদ্দীন বাজারে ঢাকা আবাসিক হোটেলের সামনে থেকে তিনজনকে আটক করা হয়।