আড়াইহাজারে জমি বিবাদে আহত ১০

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, লস্করদী পশ্চিমপাড়া এলাকার শুক্কুর আলী ও আ. জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে শুক্কুর আলীর ২০ শতাংশ জমিতে জলিল ও তার লোকজন জোর করে চাষ করেন। খবর পেয়ে দুপুরে শুক্কুর আলী ও তার পরিবারের লোকজন তাদের কর্মস্থল হতে বাড়িতে এসে তাদের জমি দখলের প্রতিবাদ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বাক্য বিনিময় চলছিল। জমি দখলকে কেন্দ্র করে শুক্রবার দুপুরের দিকে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে মারাত্মক আহত শরীফ (২৪), শুক্কুর আলী (৫০), সাইফুল ইসলাম (৩০), আঃ জলিল (৫২), নজরুল ইসলাম (২৮), হালিমা (৫০), আক্তার হোসেন (২৮) কে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্কুর আলী জানান, তাদের পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা চালান জলিল ও তাদের লোকজন। অপরদিকে আ. জলিল জানান, তার ক্রয় করা সম্পত্তি নিজেদের দখলে আনার জন্য বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দেননি বলে ওসি আনিচুর রহমান মোল্লা জানান।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি