চট্টগ্রামে আট জুয়াড়ি গ্রেপ্তার

রোববার, ১৬ জানুয়ারী ২০২২
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাড়ে ৪৯ হাজার টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জুয়ার সামগ্রী জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাসির উদ্দিন (৫২), মো. আজাদ (৩৫), মো. ইলিয়াছ (৪৫), মো. হেলাল উদ্দিন (৩২), মো. আব্দুল হান্নান খন্দকার (৪৯), মো. তাজুল ইসলাম প্রকাশ দিপু (৪০), জেবেল আহম্মদ (৫৫) ও রঞ্জিত কুমার দাশ (৫৯)। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে চৌমুহনী সংলগ্ন এলাকার একটি বাসা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে চৌমুহনী সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস এবং নগদ সাড়ে ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি