রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও দুই হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণখান থানার দক্ষিণ ফায়দাবাদ গণকবরস্থান এলাকায় কয়েকজন মাদক কারবারি চক্রের সদস্য অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।
তিনি বলেন, ওই সংবাদের ভিক্তিতে র্যাব-৩ এর একটি দল রোববার (১৬ জানুয়ারি) ভোরে দক্ষিণখান থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদক ব্যবসায়ী পারভীন আক্তারকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুর হাজীগঞ্জ বাকিলার মো. নাজু পাটোয়ারীর স্ত্রী। তল্লাশিকালে তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ২৪০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা। আইস ছাড়াও উদ্ধার করা হয় দুই হাজার ৬০০ পিস ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার পারভীন দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ/আইস ও ইয়াবা বিক্রি করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫৫
এদিকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, সংশ্লিষ্ট এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৩৩ পিস ইয়াবা, ২৭৬ গ্রাম ১৮০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ২২২ গ্রাম ৭০ পুড়িয়া গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
খেলা: বালক-বালিকা অ্যাথলেট
খেলা: ফের ‘এমভিপি’ জিতলেন মেসি
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না