দুই শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে দুইটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার । এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ টঙ্গীর সাতাইশ থেকে শামসুল হক ওরফে খোরশেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত খোরশেদ কিশোরগঞ্জ জেলার ভাটিভাঙ্গাটিয়া গ্রামের মৃত গাজী মাহমুদের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, ৯৯৯-এ খবর পেয়ে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন তারা। একজন ভিকটিমকে উদ্ধারের পর আরও একজনকে ধর্ষণ করার কথা জানতে পারে পুলিশ। ভিকটিমদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, ভিকটিম দুই শিশুই অনেক অসহায়। তাদের বয়স ৬ এবং ৯ বছর। তাদের দুজনেরই মা নেই।
বিজ্ঞান ও প্রযুক্তি: পদ্মাসেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে
বিজ্ঞান ও প্রযুক্তি: পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের অংশীদার রবি
বিজ্ঞান ও প্রযুক্তি: দক্ষ জনশক্তি উন্নয়নে এসআইসিআইপি এবং বাক্কোর মধ্যে চুক্তি স্বাক্ষর
অপরাধ ও দুর্নীতি: গাজীপুরে ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫