১২ বছরের শিশুর মাধ্যমে গণপরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সিএমপি’র ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত মোহাম্মদ আলী নামে এক ট্রাফিক সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যমে শিরোণাম হওয়ার পর এবার ট্রাফিক পশ্চিম বিভাগের ট্রাফিক কনস্টেবল মহিবুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ১০লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠেছে।