লালমনিরহাটে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত জেলা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত এক বছরে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধ্বংসকৃত এসব মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল বিভিন্ন ব্রান্ডের মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা প্রভৃতি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন সময়ে অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা এসব মাদকদ্রব্যের মূল্য ২ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৪২০ টাকা। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি রিজিওনাল কমান্ডার রংপুর মো. জাকারিয়া হোসেন পিএসসি, বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসকের পক্ষে মো. রফিকুল ইসলাম ও ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলমসহ বিভিন্ন কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি