image

তথ্য গোপন: হাজী সেলিমের খালাস বাতিল চেয়ে আপিল বিভাগে দুদক

মঙ্গলবার, ১০ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

অবৈধ সম্পদ অর্জন ও ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে করা দুদকের দুটি মামলার একটিতে খালাসের রায় বাতিল চেয়ে আপিল করবে দুদক।

মঙ্গলবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আত্মসমর্পণ করতে বলার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো তা করেননি হাজী সেলিম। তার উচিৎ ছিলো এটা দ্রুত করা। তবে তাকে যে খালাস দেয়া হয়েছে, সেটার সঠিক হয়নি বলেই এ আপিল করা হয়েছে বলে জানান তিনি।

চেম্বার আদালতে এ মামলার শুনানির জন্য নেয়া হবে বলেও জানান দুদক আইনজীবী।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রেখে রায়ের ৬৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে হাইকোর্ট। এ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। তবে এখনও আত্মসমর্পণ করেননি তিনি।

এর আগে, ২০২১ সালের ৯ মার্চ হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি