image
প্রতীকী ছবি

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড

বুধবার, ১১ মে ২০২২
প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ মে) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকার আরিফুল ইসলাম পলাশ (৪০)। সে ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জাসমিন আহমেদ জানান, ২০১২ সালের ১২ নভেম্বর সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়ে সাজাপ্রাপ্ত আসামি। এই মামলার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি