নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তা, একজন গ্রেপ্তার

শনিবার, ২১ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণীকে হেনস্তা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তা নাম ইসমাইল বলে জানা গেছে।

বুধবার নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণীকে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানী ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে যাওয়া ওই তরুণীকে হেনস্তা করা হয়। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।এসময় সেই তরূনীর সঙ্গে আরো দুই তরূণ ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোকের গালিগালাজ, হেনস্তা ও মারধরের মুখে ওই তরুণ-তরুণীরা স্টেশনমাস্টারের কক্ষে আশ্রয় নেন। পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিলে নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে এসে তাঁদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়। তবে ভুক্তভোগী তরুণ-তরুণীর পরিচয় এখনো জানা যায়নি।

ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হেনস্তাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল এ ঘটনা নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হলে পুলিশ তৎপর হয়। ।

এর আগে হেনস্তার শিকার তরূণ-তরূনীর কোন পরিচয় জানতে না পারায় এবং সে ঘটনার পর কেউ থানায় অভিযোগ করেনি বলে কোন ব্যবস্থা নিতে পারছেনা বলে পুলিশ জানিয়েছিল।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি