image

বগুড়ার নন্দীগ্রামে পাথর ভর্তি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

রোববার, ৩১ জুলাই ২০২২
বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে পাথর ভর্তি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ওই ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃত ট্রাক ড্রাইভার পাবনা জেলার ঈশ^রদী উপজেলার চকমিরকামারী গ্রামের ইব্রাহীম আলী প্রামাণিকের ছেলে তুহিন আলম (২৫) ও হেলপার দাশুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে হাসিবুল ইসলাম (২৩)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ জুলাই) ভোর আনুমানিক ৫টারদিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা ফিলিং স্টেশনের কাছ থেকে ঢাকা মেট্রো-ট ২৫-২৯১৯ একটি পাথর ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি