image

নারায়ণগঞ্জে মাদক মামলায় ৪ আসামির ১৫ বছর কারাদন্ড

রোববার, ৩১ জুলাই ২০২২
প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে মাদক মামলায় ৪ আসামিকে ১৫ বছর করে কারাদন্ড প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন। রোববার (৩১ জুলাই) দুপুরে এই রায় ঘোষণা করা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনশ’ ফিট এলাকায় ২ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ ওই ৪ আসামি গ্রেপ্তার হয়েছিলেন। রায়ে কারাদন্ডের পাশাপাশি চার আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন- মনির হোসেন মকদম ওরফে মানিক মিয়া ওরফে মনা, মোহাম্মদ হোসেন, আব্দুল খালেক ও মো. আরিফ। রায় ঘোষণার সময় মনির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাপ্ত অপর তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানান আসাদুজ্জামান।

আদালত পুলিশের এই কর্মকর্তা বলেন, ২০১৮ সালের ৮ আগষ্ট রূপগঞ্জের র‌্যাংটার মাজার এলাকায় পূর্বাচল ৩০০ ফিট সড়কের দক্ষিন পাশে ওকল উদ্দিনের ভাতের হোটেলের রাস্তার উপর হতে দুই লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে র‌্যাব। পরে এই ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি