image

টিপু-প্রীতি হত্যায় আরও দু’জন গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মতিঝিলের সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল শাহরিয়ার রানা ও মারুফ রেজা সাগর। রোববার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহেল শাহরিয়ারকে এবং মতিঝিল এলাকা থেকে মারুফ রেজা সাগরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোহেল শাহরিয়ার রানা সাবেক ছাত্রলীগ নেতা এবং মারুফ রেজা সাগর মতিঝিল এলাকার সাবেক যুবলীগ নেতা।

মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, মামলার তদন্তে নতুন করে এই দুজনসহ অন্তত ১৪ জনের নাম এসেছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এর আগে এই মামলায় শনিবার আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হল।

গত ২৪শে মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু ও কলেজছাত্রী প্রীতি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি