রূপগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ে ‘জয়বাংলা শ্লোগান দিয়ে’ হামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার কার্যালয়ে যুবলীগের কর্মীরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জের উপজেলার ভুলতা এলাকায়

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই হামলা চালানো হয় বলে বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেলা ৩টার দিকে দিপু ভূঁইয়ার কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। তাদের মিছিল করার কথা ছিল। এ সময় একজন তরুণ, যুবক ও নারী লাঠিসোটা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এগিয়ে আসেন। এতে ভয়ে ঘটনাস্থল থেকে সরে যায় বিএনপি নেতা-কর্মীরা। পরে হামলাকারীরা ভাঙচুর শুরু করে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুয়ামূন জানান, উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, যুবলীগ নেতা আলামিন ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পালের নেতৃত্বে একদল নেতাকর্মী ভুলতা এলাকায় জড়ো হয়ে মিছিল করেন। মিছিল শেষে তারা দিপু ভূঁইয়ার ব্যক্তিগত ও দোকান মালিক সমিতির কার্যালয় ভাঙচুর করেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন সংবাদ মাধ্যমকে বলেন, “ওই হামলার ঘটনায় আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কেউ জড়িত নন। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অনেকেই দেশে অপকর্ম করে।”

এই বিষয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে কার্যালয়ের চেয়ার ও জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» সিলেটে সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

» চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

» বাউফলে ধর্ষণের শিকার দুই কিশোরী, অভিযুক্ত পলাতক; সহযোগী গ্রেপ্তার

» চট্টগ্রামে আইনজীবী খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

সম্প্রতি