২৬ মামলার আসামি স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

২৬ মামলার আসামি নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামছুল হক সামুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রাম থেকে সামুকে গ্রেফতার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, সামুকে ২০১৫ সালের বিশেষ ক্ষমতাসহ বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আদালতে মোট ২৬টি মামলা চলমান রয়েছে। সোমবার বিকেেলে আসামিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি